বেনাপোলে ৮ স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আটটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 01:12 PM
Updated : 24 April 2017, 01:12 PM

সোমবার দুপুরে পুটখালি সীমান্তের বটতলা বিজিবি পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরেকৃষ্ণ।

আটক মহসিন আলীকে (৩০) শার্শা উপজেলার গোগা কালিয়ানী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বিজিবির এ সুবেদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনার একটি বড় চালান নিয়ে বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারের খবর পেয়ে বিজিবির টহল দল তাকে আটক করে।পরে তার দেহ তল্লাশি করে আটটি সোনার বার পাওয়া যায়, যার ওজন এক কেজি ৩০০ গ্রাম।

আটক স্বর্ণের মূল্য অর্ধকোটি টাকা বলে জানান তিনি।

মহসিনকে বেনাপোল থানায় এবং আটক স্বর্ণের বার কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে বিজিবির এ সুবেদার জানান।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।