রাজশাহীতে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

রাজশাহীতে ব্র্যাক ব্যাংকের প্রহরী আব্দুল্লাহ আল মামুন হত্যায় দুই জনকে যাবজ্জীবন ও একজনক ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 12:33 PM
Updated : 24 April 2017, 12:33 PM

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার সোমবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পবা উপজেলার বেলুয়া খোলাবোনা গ্রামের আব্দুল রহিমের ছেলে আজাদ, আব্দুল বারির ছেলে কাবিল হোসেন ও নজরুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন।

আসামিদের মধ্যে আজাদ ও কাবিলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে। সাজ্জাদকে দশ বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে আরও চার মাস কারাভোগ করতে হবে।

মামলার বিবরণে বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে পবার খোলাবোনা গ্রামে ২০১৩ সালের ১৬ অক্টোবর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলীর ছেলে ব্র্যাক ব্যাংকের প্রহরী মামুনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওয়াজেদ আলী বাদী হয়ে পরদিন পবা থানায় আট জনকে আসামি করে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু জানান, অভিযোগ প্রমাণ না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

এরা হলন সাজ্জাদের দুই ভাই শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম, তাদের বাবা নজরুল ইসলাম, আজাদের বাবা আব্দুর রহিম ও কাবিলের ভাই আতাউল হক।