মাগুরায় ঝড়ে বাড়ি-ঘর বিধ্বস্ত, পাকা ধানের ক্ষতি

মাগুরা সদর উপজেলায় বেশ কিছু বাড়ি-ঘর বিধ্বস্ত ও পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 12:31 PM
Updated : 24 April 2017, 03:49 PM

সোমবার দুপুরের শত্রুজিৎপুর ইউনিয়নের ধর্মদাহ ও পয়ারী গ্রামে উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সনজিৎ বিশ্বাস।

তিনি বলেন, হঠাৎ বয়ে যাওয়া এ ঝড়ে পয়ারী দায়পাড়া এলাকার ২৫-৩০ কাঁচা ও আধা পাকা টিনের ঘর বিধস্ত হয়েছে। এছাড়া ভেঙে পড়েছে গাছ পালা।

ঝড়ে চারটি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। তাছাড়া এ দুই গ্রামের মাঠে থাকা পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

ওই ইউপির সাবেক সদস্য সোহবার হোসেন বলেন, ঝড়ে তার চারটিসহ ভাই ও প্রতিবেশীর সাত থেকে আটটি ঘর বিধ্বস্ত হয়েছে।

জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান জানান, ঝড়ের খবর শুনেছেন। খোঁজ-খবর নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।