ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলায় আইনজীবী গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহ জজ আদালতের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 05:16 PM
Updated : 23 April 2017, 05:16 PM

রোববার রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ অ্যাডভোকেট আকরাম হোসেনকে (৬০) তার নগরীর গোয়াইলকান্দি ইটাখোলার বাসা থেকে গ্রেপ্তার করে।  

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক আদেশে আকরাম হোসেনের নামে গ্রেপ্তারের নির্দেশ আসে।

“এই নির্দেশের পরই কোতোয়ালি মডেল থানার এসআই মুশফিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে তার বাসায় অভিযান চালায়।”

আকরাম ময়মনসিংহ আদালতে আইনজীবী হিসেবে কর্মরত আছেন বলেও জানান ওসি কামরুল।

ওসি জানান, আকরাম হোসেন শেরপুর জেলার নকলা উপজেলার বিনীরচর গ্রামের প্রয়াত আজিজুর রহমানের ছেলে। কর্মসূত্রে তিনি ময়মনসিংহের গোয়াইলকান্দি ইটাখোলা রোডে বাড়ি করে বসবাস করছেন।

কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পুলিশ কিছু জানাতে না পারলেও সোমবার তাকে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর কথা রয়েছে বলে জানান ওসি কামরুল।