ছিনতাইয়ের অভিযোগে রোকেয়ায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান খান শ্রাবণসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 12:46 PM
Updated : 23 April 2017, 12:46 PM

রোববার দুপুরে রংপুর নগরীর স্টেশন এলাকায় নিজ বাড়ি থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয় বলে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোরে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান মিলন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। নগরীর মডার্ন মোড় এলাকায় পৌঁছলে ৪/৫ জন ছিনতাইকারী তাকে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

“মিলনের লিখিত অভিযোগে সকালে সুজন খান নামে এলাকার এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে সুজনের দেওয়া তথ্যে তার বন্ধু ছাত্রদল নেতা ইমরান খান শ্রাবণের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হলেও মোটরসাইকেলটি এখনও উদ্ধার করা যায়নি।

মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম লিমন বলেন, “ইমরান পরিস্থিতির শিকার। তার এক বন্ধু মোটরসাইকেলটি নিজের বলে বাড়িতে রাখতে দিয়েছিল।

ইমরান এবার ইংরেজি বিষয়ে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন বলে জানান সাইফুল।