হবিগঞ্জে গ্রামবাসীর পিটুনিতে ‘ডাকাত’ নিহত

হবিগঞ্জ সদর উপজেলায় গ্রামবাসীর পিটুনিতে এক ‘ডাকাত’ নিহত হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছে চার জন।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 09:47 AM
Updated : 23 April 2017, 09:47 AM

উপজেলার সুলতানশী গ্রামে রোববার ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান।

নিহত জুয়েল মিয়া (৩০) সদর উপজেলার যমুনাবাদ গ্রামের সুরত আলীর ছেলে।

আহত জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (২৫), জহিরুল ইসলাম (৩০) ও সিতারা বেগমকে (৩৫) হবিগঞ্জ সদর হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, একদল ডাকাত সুলতানশী গ্রামের তাজুল ইসলামের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন তাদেরকে ধরার চেষ্টা করলে ডাকাত দলের সঙ্গে তাদের মারামারি শুরু হয়।

“এক পর্যায়ে গ্রামবাসী জড়ো হয়ে এক ডাকাতকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ডাকাতদের হামলায় গুরুতর আহত হয় চারজন।”

খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।