কওমি মাদ্রাসা স্বীকৃতির কমিটমেন্ট আগের: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী আগেই কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2017, 01:06 PM
Updated : 22 April 2017, 01:06 PM

শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে তিনি বলেন, এ নিয়ে নতুন করে প্রশ্ন তোলার সুযোগ নেই।

সরকার সম্প্রতি কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়েছে। এরপর দেশে এ নিয়ে পক্ষে-বিপক্ষে সমালোচনা শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য কয়েক বছর আগে প্রধানমন্ত্রী একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির প্রধান ছিলেন হেফাজতের আমির আহমেদ শফি। এছাড়া ফরিদউদ্দিন মাসুদসহ কয়েকজন মাওলানা এ কমিটিতে ছিলেন।”

“কমিটির সবাই সিদ্ধান্ত নিয়ে একত্রিত হয়ে যখন প্রধানমন্ত্রীর কাছে আসেন তখন বেশ কয়েকটি বোর্ড ছিল। সবগুলো বোর্ড যখন একত্রিত হয়ে একই কথায় এসেছেন তখন এটার স্বীকৃতি হয়েছে।”

আলেম ওলামাদের দীর্ঘদিনের এটা দাবি ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানে হেফাজত কিংবা অন্য কিছুর সম্পৃক্ততা নেই। এটা মূলত যারা কাওমী মাদ্রাসায় পড়ে তাদের দাবি পূরণের লক্ষ্য মাত্র।

সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের পাশে বেদে সম্প্রদায়ের সংগঠন উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠান ‘উত্তরন’ শো রুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্ েকথা বলেন মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান, পৌর মেয়র হাজী আব্দুল গণি প্রমুখ।