ফরিদপুরে দুদলের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুদলের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2017, 12:43 PM
Updated : 22 April 2017, 12:43 PM

পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে শনিবার দিনব্যাপী চলা এই সংঘর্ষ নিয়ন্ত্রণে বোয়ালমারী থানা পুলিশের সঙ্গে সালথা থানা ও জেলার দাঙ্গা পুলিশও যোগ দেয়।

আওয়ামী লীগের মান্নান মাতুব্বর ও দলে সদ্য যোগদানকারী মুজিবর রহমান সরদার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে রয়েছেন বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান, এসআই সহিদুল ইসলাম, এসআই সুকুমার ও এসআই বোরাহান উদ্দিন, জাহাঙ্গীর মিয়া (৩৫), তালিব (২১), রুনু (৪০) ও টিটুল (২৫)।

এদের মধ্যে জাহাঙ্গীর মিয়া, তালিব, রুনু, ও  টিটুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান জানান, ময়েনদিয়া বাজারের আধিপস্ত বিস্তার নিয়ে শুক্রবারের সংঘর্ষের জের ধরে শনিবারও এ দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি বলেন, মুজিবর সরদারের ছেলে সুজন সরদার ঢাল সড়কি সজ্জিত কয়েকশ লোক নিয়ে মান্নান মাতুব্বরের শ্রীনগর গ্রামে হামলা চালান। এরপর উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১০/১২টি বাড়ি ভাংচুর করা হয়। 

তিনি নিজেসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানান ওসি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।