বেনাপোলে এসিডের ড্রাম ফেটে দগ্ধ ২

যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্রাকে লোডের সময় এসিডের ড্রাম ফেটে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2017, 09:48 AM
Updated : 5 May 2017, 05:07 AM

বেনাপোল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে স্থলবন্দরের ৩৮ নম্বর ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের আমানত আলির ছেলে ইয়াকুব আলি (৪২) ও খড়িডাঙ্গা গ্রামের মেনার হোসেনের ছেলে আশরাফ হোসেন (৪৫)।

হাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“হ্যান্ডেলিং শ্রমিকরা বন্দরে একটি ট্রাকে এসিডের ড্রাম লোড করছিল। এ সময় একটি ড্রাম নিচে পড়ে ফেটে গেলে এসিডে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।”

গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাদের ঢাকায় পাঠানো হয় বলে জানান তিনি।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক শরীফ হাবিবুর রহমান বলেন,“দগ্ধদের মধ্যে ইয়াকুবের অবস্থা আশঙ্কাজনক।তার শরীরের অধিকাংশই ঝলসে গেছে।”