নান্দাইলে ১০ টাকা কেজির চালসহ ডিলার আটক

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দশ টাকা কেজি মূল্যের ২৩ বস্তা চালসহ এক ডিলারকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 05:36 PM
Updated : 20 April 2017, 05:36 PM

বৃহস্পতিবার উপজেলার শেরপুর ইউনিয়নের লংগারপাড় বাজারে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

আটক ডিলার আকলিমা বেগম শেরপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাক শফিকুল ইসলামের স্ত্রী।

নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান জানান, বিকালে গোপন সংবাদ পেয়ে ইউএনও হাফিজুর রহমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামিম আল ইয়ামীনকে সঙ্গে নিয়ে লংগারপাড় বাজারে অভিযান চালান।

“অভিযানে মামুন মিয়ার দোকান থেকে আট বস্তা, হাবিবুর রহমানের দোকান থেকে ১১ বস্তা ও আবুল হাসেমের দোকান থেকে চার বস্তা চাল আটক করা হয়, যেগুলো খাদ্য বান্ধব কর্মসূচিতে ১০ টাকা কেজিতে বিক্রি করার কথা।”

আটক চালসহ আকলিমা বেগমকে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।

ইউএনও হাফিজুর রহমান জানান, প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে আটক ডিলার আকলিমার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।