ঝড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ক্ষয়ক্ষতি

ঝড়ে ক্রেন ভেঙে পড়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন অস্থায়ী শেডের একটি লোহার কাঠামো হেলে পড়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 04:18 PM
Updated : 20 April 2017, 04:18 PM

বুধবার রাতে ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্রেন ভেঙে পড়ে ওয়ার্কশপ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে হেলে পড়া স্ট্রাকচারটি অপসারণের কাজ চলছে।

বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় প্রকল্পের নির্মাণাধীন ৭০ ফুট সীমানা প্রাচীরও পড়ে যায় বলে জানান তিনি।

প্রকল্পে কর্মরত লোকজন জানান, প্রকল্পের কাজের জন্য নির্মিত রেল লাইনের উপর একটি উঁচু ক্রেন নির্মাণের করছিল শ্রমিকরা। রাত সাড়ে ১০টার দিকে প্রবল বেগে ঝড় শুরু হলে ক্রেনটি স্বয়ংক্রিয়ভাবে চলতে চলতে এক পর্যায়ে হেলে ওয়ার্কশপের উপর পড়ে।

এতে ক্রেনের ওজনে মাটি দেবে যায় এবং ওয়ার্কশপটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানান রুহুল আমিন।