ঘাটাইলে দুইপক্ষের সংঘর্ষে কিশোর নিহত

পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলের ঘাটাইলে দুই দল তরুণদের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 10:33 AM
Updated : 20 April 2017, 10:34 AM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বাগুনডালী গ্রামে এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মো. কামাল হোসেন জানান।

নিহত মো. আসাদুল হক (১৬) উপজেলার কালিয়া গ্রামের মুক্তার আলীর ছেলে।

আহতদের মধ্যে উপজেলার কুরমুরশি গ্রামের দুই সহোদর হায়দার আলী (২৮) ও আ. ছাত্তারকে (১৫) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি কামাল জানান, কালিয়া গ্রামের কয়েকজন তরুণ গত ২৬ মার্চ উপজেলার মাইজবাড়ি বাগুনঢালী উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান। সেখানে মাইজবাড়ি বাগুনঢালী এলাকার তরুণদের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

“এ নিয়ে কিছুদিন ধরে দুই গ্রামের তরুণদের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে বৃহস্পতিবার কালিয়া গ্রামের ২০/২৫ তরুণ অটোরিকশা ভাড়া করে লাঠিসোঠা নিয়ে মাইজবাড়ি বাগুনঢালী গ্রামের তরুণদের উপর হামলা চালাতে যায়।”

তিনি বলেন, এ সময় মাইজবাড়ি বাগুনঢালী গ্রামের তরুণ একত্রিত হয়ে তাদের পাল্টা ধাওয়া করে। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কালিয়া গ্রামের তরুণরা পালিয়ে গেলেও অটোরিকশাসহ ৫/৭ জন ধরা পড়ে।

পরে তাদের পিটুনি দিলে ঘটনাস্থলেই আসাদুল মারা যান। আরও পাঁচজন আহত হয় বলে জানান ওসি।