রাজশাহীতে মাইক্রোর ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

রাজশাহীর চারঘাটে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 10:15 AM
Updated : 20 April 2017, 10:30 AM

চারঘাট থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ জানান, কাঁকড়ামারি এলাকায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুখশানা খাতুন পাখি উপজেলার পিরোজপুর গ্রামের তাজমুল হকের মেয়ে। চারঘাট মহিলা কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তিনি।  

আহতদের মধ্যে বিলমারিয়া গ্রামের মতিউর রাহমানের মেয়ে তিথি ও পিরোজপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জেসমিন ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থী। অপর একজন অটোরিকশা চালক আলতাফ। তাদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি নিবারন বলেন, “পরীক্ষা শেষে ওই তিন পরীক্ষার্থী অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে চালকসহ আরোহীরা গুরুতর আহত হন।

“স্থানীয়দের সাহায্যে তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাখিকে মৃত ঘোষণা করেন। ”

দুর্ঘটনার পর মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।