নাটোরে স্কুলছাত্র অন্তু হত্যায় একজনের ফাঁসির রায়

নাটোর সদর উপজেলায় স্কুলছাত্র অনন্ত চক্রবর্তী ওরফে অন্তুকে অপহরণের পর হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 07:30 AM
Updated : 20 April 2017, 12:21 PM

বৃহস্পতিবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক জেলা ও দায়রা জজ রেজাউল করিম আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আশরাফ আলী উপজেলার হালসা গ্রামের আকবর আলীর ছেলে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার মহসিন আলীর ছেলে শাহজাহান আলী ও সোলেমান আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুনকে খালাস দেওয়া হয়েছে বলে স্পেশাল পিপি এ কে এম শাহজাহান কবীর জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১২ সালের ৩১ মে সন্ধ্যায় হালসা বাজার থেকে অনন্ত চক্রবর্তী ওরফে অন্তুকে অপহরণ করা হয়। পরে মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

“মুক্তিপণ না পেয়ে অন্তুকে হত্যা করে অপহরণকারীরা। পরে রাতেই পুলিশ ও র‌্যাব সদস্যরা হালসা গ্রামের আশরাফ আলী, শাহজাহান আলী ও আব্দুল্লাহ আল মামুনকে আটক করে।”

তাদের স্বীকারোক্তি অনুযায়ী হালসা মাদ্রাসার পাশে একটি পানের বরজের মধ্যে মাটিরনিচে থেকে অন্তুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় অন্তুর বাবা অশোক চক্রবর্তী বাদী হয়ে নাটোর সদর থানায় তিন জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।