জঙ্গি সন্দেহে আটক, সংশ্লিষ্টতার প্রমাণ না মেলায় মুক্তি  

শেরপুর শহরের একটি মেস থেকে আটক ছয় ছাত্রের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দিয়েছে পুলিশ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 03:51 PM
Updated : 19 April 2017, 03:51 PM

মঙ্গলবার গভীর রাতে তাদেরকে আটক করা হয়। বুধবার রাতে তাদের ছেড়ে দেওয়া হয় বলে শেরপুর সদর থানার ওসি নজরুল ইসলাম জানান।

ওসি জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ সুপার রফিকুল হাসান গণির নেতৃত্বে শহরের চকবাজারের একটি মেসে মঙ্গলবার রাত ১টার দিকে অভিযান চালায়। সেখান থেকে ছয় ছাত্রকে আটক করা হয়।

“ওই সময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও দুটি কম্পিউটার জব্দ করা হয়।”

আটক শিক্ষার্থীদের নাম-পরিচয় না জানালেও তাদের মধ্যে দুই জনের বাড়ি শেরপুর, তিন জনের বাড়ি জামালপুর ও একজনের বাড়ি নেত্রকোনা জেলায় বলে পুলিশ জানিয়েছে।

ওসি নজরুল আরও জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তাদের অভিভাবকরা বুধবার রাতে থানায় এসে তাদের নিয়ে গেছেন।