দিনাজপুরে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

দিনাজপুরের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ নারীসহ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 03:14 PM
Updated : 19 April 2017, 04:17 PM

এরা হলেন রঞ্জণা রায় (৪০) ও মোকছেদ আলী (৪৮)।

বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মারুফুল ইসলাম এ কথা জানান।

দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ মোড়ে যমুনা অটো রাইস মিলে বেলা ১১টার দিকে বয়লার বিস্ফোরণে ৩০ জন দগ্ধ হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক মারুফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বয়লার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ২০ জনকে রংপুর মেডিকেল আনা হয়েছে। এদের মধ্যে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রঞ্জণা ও প্রায় এক ঘণ্টা পর মোকছেদের মৃত্যু হয়।

দগ্ধ অন্য ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তিনি বলেন, “আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। যে কোনো সময় তাদের যে কারো মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে।”