দশ টাকার ৩৫ বস্তা চাল জব্দ, ডিলারশিপ বাতিল

বগুড়ার শিবগঞ্জে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির ৩৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 03:03 PM
Updated : 19 April 2017, 03:03 PM

এ ঘটনায় বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি সভায় ওই ডিলারের ডিলারশিপ বাতিল করেছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান আতিকুর রহমান জানান, শুক্রবার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নে হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজির চাল বিক্রি করা হয়। ডিলার জিহাদুল ইসলাম ৩৫ বস্তা চাল বিক্রি না করে গোপনে দাড়িদহ বন্দরে মেসার্স সরদার ট্রেডার্সের সিমেন্টের গুদামে মজুদ করেন।

“মঙ্গলবার সন্ধ্যায় গোপনে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো ওই গুদামে অভিযান চালান। আদালতের উপস্থিতি টের পেয়ে ডিলার জিহাদুল ইসলাম পালিয়ে যান।”

পরে ওই গুদাম থেকে ৩৫ বস্তা চাল জব্দ ও ম্যানেজার কোহিনুরকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে ১৫ কারাদণ্ড দেয় বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ৩৫ বস্তা চাল বিক্রি না করে গোপনে মজুদ করায় ডিলার জিহাদুল ইসলামের ডিলারশিপ বাতিল করা হয়েছে।