আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিটে উৎপাদন বন্ধ

বজ্রপাতের পর ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 02:23 PM
Updated : 19 April 2017, 02:34 PM

বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন জানান।

সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় ঝড়-বৃষ্টি চলাকালে বিদ্যুৎ কেন্দ্রে বজ্রপাতের ঘটনা ঘটে। এরপর কেন্দ্রের ৩, ৪ ও ২২৫ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

“তিনটি ইউনিট বন্ধ থাকার ফলে জাতীয় গ্রিডে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে।”

তিনি জানান, ঘটনার পর থেকে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ চালিয়ে যাচ্ছেন। মেরামত শেষ হতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলেও জানান প্রকৌশলী সাজ্জাদ।