আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

গ্যাস সরবরাহ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা উৎপাদন বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 02:20 PM
Updated : 19 April 2017, 02:29 PM

আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক এসএস কামরান জানান, বুধবার সকাল ১০টা থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

“গত ১৫ এপ্রিল বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ কারখানা বন্ধ রাখতে চিঠি দেয়। বুধবার সকাল থেকে তার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এ কারণে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। কবে থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা নিয়েও কিছু জানায় নি তারা।”

পর্যাপ্ত সার মজুদ থাকায় সার সঙ্কটের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পরিচালক কামরান।