কুমিল্লায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

কুমিল্লার মুরাদনগরে আধিপত্য বিস্তারের জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2017, 07:04 PM
Updated : 18 April 2017, 07:04 PM

মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার রহিমপুর এলাকায় সংঘর্ষের মধ্যে দুজনকে কুপিয়ে হত্যা করা হয় বলে মুরাদনগর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান।

নিহতরা হলেন- ফারুক (২৮)ও সাইদুর রহমান (২৬)। তারা দুজনই আওয়ামী লীগ কর্মী বলে ওসি জানান।

সংঘর্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আলী আশরাফসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ওসি বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তার জের ধরে রাতে সংঘর্ষ শুরু হয়।

এক পর্যায়ে ধারাল অস্ত্রের আঘাতে ফারুক ও সাইদুর মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের মধ্যে কয়েকটি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে।