মাগুরায় শিক্ষককে ‘পেটাল’ আরেক শিক্ষক

মাগুরা সদরে এক মাদ্রাসাশিক্ষককে শ্রেণিকক্ষে ঢুকে লাঠিপেটা করার অভিযোগ পাওয়া আরেক শিক্ষকের বিরুদ্ধে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2017, 05:12 PM
Updated : 18 April 2017, 05:12 PM

মঙ্গলবার উপজেলার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন মাহফুজুর রহমান নামে ওই প্রতিষ্ঠানের এ শিক্ষক।  

তবে লাঠিপেটা করেনি বলে জানিয়েছেন অভিযুক্ত শিক্ষক আতাউর রহমান। তিনি ওই মাদ্রাসার বিজ্ঞানের শিক্ষক।  

এ ঘটনায় উত্তেজনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মাহফুজুর বলেন, “মঙ্গলবার দুপুরে সপ্তম শ্রেণির ক্লাস নেওয়ার সময় করে বিজ্ঞান শিক্ষক আতাউর রহমান ক্লাসে ঢুকে আমাকে লাঠিপেটা করেন। এক পর্যায়ে ছাত্ররা এগিয়ে এলে আতাউর পালিয়ে যান।”

বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

মাহফুজুর আরও অভিযোগ করেন, আতাউর শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং তার কাছে প্রাইভেট পড়া ছাত্রদের তিনি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করেন। এ ঘটনার প্রতিবাদ করায় আতাইর তাকে লাঠিপেটা করেছে।

সব অভিযোগ মিথ্যা দাবি করে শিক্ষক আতাউর বলেন, “আমার বিরুদ্ধে মাহফুজুর কুৎসা রটাচ্ছেন। যে কারণে ক্লাসে গিয়ে সালাম দিয়ে বিষয়টি জিজ্ঞাসা করেছি। তাতেই উত্তেজিত হয়ে আমার উপর হাত তুলেছেন। যা আমি প্রতিহত করেছি মাত্র।”

মাদ্রাসার অধ্যক্ষ এবিএম মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় পর উত্তেজনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা ছুটি ঘোষণা করা হয়েছে।

মাদ্রাসা সভাপতি সাজ্জাদুর রহমান বলেন, “অধ্যক্ষ ও আমি সভা করে পরবর্তী করণীয় ঠিক করব।”

মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, বিষয়টি তারা জানেন না। কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।