খাগড়াছড়িতে ‘মাস হিস্টিরিয়ায়’ আক্রান্ত ৩০

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ‘মাস হিস্টিরিয়ায়’ আক্রান্ত হয়ে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; সেখানে কাজ করছে বিশেষ মেডিকেল টিম।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2017, 08:04 AM
Updated : 18 April 2017, 09:43 AM

উপজেলার প্রায় দুর্গম তৈ-মথাং গ্রামে সোমবার সকালে হঠাৎ এ সমস্যা দেখা দেওয়ার পর মঙ্গলবার সকাল পর্যন্ত ৩০ জন সদর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে চিকিৎসক নয়নময় ত্রিপুরা জানান।

তিনি বলেন, “লক্ষণ দেখে মনে হচ্ছে এটা মাস হিস্টিরিয়া। আতঙ্কিত হওয়ার কিছু নেই। কয়েক দিনের মধ্যে সবাই সুস্থ হয়ে উঠবেন।”

হাসপাতালে ভর্তি একজনের আত্মীয় গিরিবালা ত্রিপুরা জানান, ঘটনার তিন দিন আগে এক পাহাড়ি বৈদ্য গ্রামবাসীর কাছে জনপ্রতি ১০০ করে টাকা চায়।

“দুইজন বাদে সবাই টাকা দেয়। কিন্তু ওই বৈদ্য অভিশাপ দিয়ে বলে, সবাই টাকা না দেওয়ায় গ্রামের সবাই পাগলের মতো আচরণ করবে।”

ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের খাগড়াছড়ির সভাপতি যদুনাথ ত্রিপুরা জানান, দুর্গম ওই এলাকার মানুষের মধ্যে নানা ধরনের কুসংস্কার রয়েছে। 

ওই গ্রামের বাসিন্দা দয়াকুমার ত্রিপুরা জানান, যাদের সমস্যা দেখা যাচ্ছে, তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন। মানুষ দেখলে পালিয়ে যাচ্ছেন। কেউ কেউ মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করছেন। এক পর্যায়ে অনেকে সংজ্ঞাও হারাচ্ছেন।

জেলার সিভিল সার্জন আব্দুস সালাম জানান, ওই এলাকায় তারা মেডিকেল টিম পাঠিয়েছেন। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছে।