আসামির বদলে হাজিরা দিতে গিয়ে জেলে

গাইবান্ধার এক রিকশাচালক প্রকৃত আসামির পরিবর্তে আদালতে হাজিরা দিতে গিয়ে জেল খাটছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2017, 04:53 AM
Updated : 18 April 2017, 05:37 AM

বাদীপক্ষের আইনজীবী আবু বকর সিদ্দিক জানান, একটি ধর্ষণচেষ্টা মামলার আসামি সাঘাটা উপজেলার নলছিয়া গ্রামের নজরুল ইসলাম (৪৮)। কিন্তু আসামি হিসেবে একই গ্রামের মোজাফফর রহমান (৫০) হাজিরা দিলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মোজাফফরের পরিবারের দাবি, আসামিপক্ষ মোজাফফরকে ভুল বুঝিয়ে ফাঁসিয়েছে।

আসামি নজরুলের ভাই কৃষক মজনু মিয়া বলছেন, তার ভাই গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে পলাতক।

“পরে মোজাফফরকে বুঝিয়ে আদালতে নিয়ে যাই। কিন্তু জামিন যে নামঞ্জুর হবে তা কখনও কল্পনাও করি নাই।”

আসামিপক্ষের আইনজীবী জিএম আলমগীর হোসেন এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।

বাদীর আইনজীবী সিদ্দিক বলছেন, তিনি আসামিকে চিনতেন না। আর বাদীও ওই দিন আদালতে ছিলেন না।

মোজাফফরের মা মজিদা বেগম দাবি করেন, “আসামি নজরুলের ভাই মজনু মিয়া ভুল বুঝিয়ে নজরুলের বদলে মোজাফফরকে জেলে ঢুকিয়েছে।”

তিন ছেলের বাবা মোজাফফর ঢাকায় রিকশা চালাতেন জানিয়ে তার স্ত্রী সেলিনা বলছেন, “মজনু মিয়া তাকে ঢাকা থেকে ভুল বুঝিয়ে ডেকে এনে ফাঁসিয়েছে।”

আদালত থেকে আসামিকে কারাগারে পাঠানোর পর নাম-ঠিকানা যাচাই করা হয়।

গাইবান্ধা কারাগারের জেলার আবু নূর মোহাম্মদ রেজা বলছেন, “যাচাই করার সময় মোজাফফর তার নাম নজরুল ইসলামই বলেছিলেন।

“প্রকৃত ঘটনা জানার পর সোমবার তাকে ডেকে নাম-ঠিকানা যাচাই করার সময় তিনি তার আসল পরিচয় মোজাফফর রহমান বলে জানান।”

গাইবান্ধার পিপি শফিকুল ইসলাম বলেন, “গত ১০ এপ্রিল মোজাফফরকে কারাগারে পাঠানোর সময় ঘটনাটি আমাদের নজরে আসেনি।

“আইনজীবীদের পক্ষে সব সময় সব আসামিকে চিনে রাখা সম্ভব না। বাদীর মাধ্যমে আসামি শনাক্ত করতে হবে। তারপর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা হবে।”