গোপালগঞ্জে এসিড ছোড়ায় দুই ব্যক্তির কারাদণ্ড 

গোপালগঞ্জে দুই বছর আগে কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপের দায়ে এক ব্যক্তিকে ১৪ বছর ও তার এক সহযোগীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।   

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2017, 10:32 AM
Updated : 17 April 2017, 10:46 AM

গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিন সোমবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত (১৪ বছর) রথীন ঘোষ সদর উপজেলার ঘোষালকান্দি গ্রামের সুধাংশু ঘোষের ছেলে। অপর সাজাপ্রাপ্ত অসীম রায় একই গ্রামের বাসিন্দা। তারা পলাতক রয়েছেন।

কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় রথিনের বাবা সুধাংশু ও মা সাবিত্র ঘোষকে খালাস দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম জানান।  

মামালার নথিতে বলা হয়, সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামের সুভাষ বাকচীর মেয়ে আঁখি বাকচীকে কলেজে যাতায়াতের পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন রথীন।

এ নিয়ে ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রথীনের বিরুদ্ধে অভিযোগও করা হয়।

এর জেরে ২০১৫ সালের ৯ মে রাতে রথীন ও তার অনুসারীরা আঁখির ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

এতে আঁখির মুখ, গলা, ডান ও বাম হাতের বেশ কিছু অংশ ঝলসে যায় বলে মামলায় উল্লেখ করা হয়।  

পিপি জানান, এ ঘটনায় আঁখির বাবা বাদী হয়ে রথীন এবং তার মা ও বাবাকে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে গোপালগঞ্জ সদর থানার এসআই আবু নাঈম ওই তিনজনসহ রথীনের সহযোগী অসীমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার কাজ শুরু হয়।