আশুলিয়ায় কারখানায় ফাটল আতঙ্ক, ছুটি ঘোষণা

ঢাকার আশুলিয়ায় ভবনে ফাটল দেখা দেওয়ায় শ্রমিকদের আতঙ্কে ছুটি ঘোষণা করেছে একটি পোশাক কারখানা কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2017, 09:53 AM
Updated : 17 April 2017, 09:54 AM

সোমবার সকালে আশুলিয়ার ডেণ্ডাবর এলাকায় স্কাইলাইন গ্রুপের সোয়েটার সেকশনের ‘গুডরিচ’ কারখানায় এক দিনের এ ছুটি ঘোষণা করা হয় বলে জানিয়েছে শিল্প পুলিশ।

তবে কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।

শিল্প পুলিশ-১ এর পরিচালক কায়সার শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আট তলা ভবনের সব কয়টি ফ্লোরের দেয়ালের হাল্কা ফাটল (চিড় ধরেছে) দেখা দিয়েছে। এরমধ্যে পঞ্চম ও ষষ্ঠ তলায় বেশি ফাটল দেখা যাচ্ছে।

“সকালে শ্রমিক কারখানায় প্রবেশের পর মেশিন চালু করলে হঠাৎ ভবন কেঁপে উঠলে ভূমিকম্প আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন সবাই কারখানা থেকে বেরিয়ে যায়।

“পরে দুপুরে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করে এবং মঙ্গলবার বুয়েট থেকে বিশেষজ্ঞ এনে পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানায়।”

তবে শ্রমিকদের দাবি ভবনের ছয় তলার ছাদে ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

এই ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি। এমন কী কারখানায় সংবাদকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি।