বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া সদরে কয়েকটি মামলার আসামি যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2017, 02:59 PM
Updated : 17 April 2017, 02:19 PM

মৃত হজরত আলী মণ্ডল (৩৭) শহরের নিশিন্দারা মণ্ডল পাড়ার আব্দুস সাত্তার মন্ডলের ছেলে। তার লাশ বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের রয়েছে।

রোববার শহরের পালশা এলাকায় এ ঘটনা ঘটে আলীর স্ত্রী সাথী খাতুন অভিযোগ করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম।

সাথী খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা সোয়া ১টার দিকে সুজন নামের এক ব্যক্তি কাউন্সিলর জহুরুল ইসলামের কথা বলে আমার স্বামীকে পালশা এলাকার  ডেকে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে জহুরুল ও তার লোকজন।”

এ নিয়ে কাউন্সিলর জহুরুল বলেন, “আলী হত্যায় আমি কোন ভাবেই জড়িত নই। শত্রুতা করে আমার নাম বলা হচ্ছে।”

‘এলাকার আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র আলী খুন হয়েছে দাবি করে বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন বলেন, “খুনের ঘটনায় ৬/৭ জন  অংশ নিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

নিহত আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।