হেফাজতের সঙ্গে আঁতাতের কিছু নেই: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, হেফাজতের সঙ্গে আঁতাতের কিছু নেই।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2017, 01:53 PM
Updated : 16 April 2017, 01:54 PM

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সঙ্গে বৈঠকে ভাস্কর্য অপসারণ এবং কওমির সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমান ঘোষণা কট্টর ইসলামপন্থীদের সঙ্গে আওয়ামী লীগের আপস বিভিন্ন মহলের এ মন্তব্যের জবাবে রোববার কুষ্টিয়ায় এক অনুষ্ঠাণে একথা বলেন তিনি।

হানিফ বলেন, “হেফাজতের সাথে আওয়ামী লীগের আঁতাতের কিছু নেই। কেবলমাত্র তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা হয়েছে। এতে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।”

শাহ আহমদ শফী নেতৃত্বাধীন একদল ওলামার সঙ্গে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। বৈঠকে সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণ এবং কওমির সর্বোচ্চ সনদকে স্নাতকোত্তর ডিগ্রির সমান ঘোষণা করেন তিনি।

গণজাগরণবিরোধী হেফাজত দাবি তোলার পর এই দুটি পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ কট্টর ইসলামীদের সঙ্গে আপস করল বলে বিভিন্ন মহল থেকে মন্তব্য এসেছে।

কুষ্টিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি ও পুর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম প্রমুখ।