ছাত্রীকে যৌন হয়রানিতে ইবি শিক্ষক বরখাস্ত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2017, 07:50 PM
Updated : 15 April 2017, 07:50 PM

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শনিবার তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানান।

তিনি বলেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের এক ছাত্রী গত ১০ এপ্রিল তার বিভাগের শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন।

এরপর প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় উপাচার্য রাশিদ আসকারী শনিবার তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

পাশাপাশি বিষয়টির অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যৌন নির্যাতন প্রতিরোধ সেলের প্রধান ও লোকপ্রশাসনের অধ্যাপক নাসিম বানুকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে শিক্ষক আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী কারণে উপাচার্য মহোদয়  এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তা আমার বোধগম্য নয়।”