হাতিয়ায় পুলিশ ও র‌্যাবের অভিযানে আটক ১৫

নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের কোন্দলে হতাহতের ঘটনার পর অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2017, 11:55 AM
Updated : 15 April 2017, 11:55 AM

শনিবার সকাল পর্যন্ত র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে এদের আটক করে বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান।

আটকদের মধ্যে বিভিন্ন মামলার আসামি এবং অনেকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা জহিরুল বলেন, গত কয়েদিনের হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদেরকে গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে এ অভিযান শুরু হয়েছে।

অভিযানে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক পুলিশ ও অর্ধশতাধিক র‌্যাব সদস্য নিয়োজিত রয়েছে বলে জানান তিনি।

হাতিয়ায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধে যুবলীগের এক নেতা ও কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশত আহত হয়। বেশকিছু বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।