জঙ্গি রিপনকে দাফন

সিলেট কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকরের পর জঙ্গি গোষ্ঠী হুজির সদস্য দেলোয়ার হোসেন রিপনের লাশ তার গ্রামের বাড়ি মৌলভীবাজারে দাফন করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 08:24 PM
Updated : 12 April 2017, 08:25 PM

২০০৪ সালে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা মামলায় বুধবার রাতে হুজির শীর্ষ নেতা মুফতি হান্নান এবং তার সহযোগী রিপন ও শরীফ শাহেদুল বিপুলের ফাঁসি কার্যকর হয়।

রাত ১০টার দিকে হান্নান ও বিপুলকে গাজীপুরের কাশিমপুর কারাগারে এবং রিপনকে সিলেট কেন্দ্রীয় কার্যালয়ে ফাঁসিতে ঝোলানো হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া জানান, কারাগারেই ময়নাতদন্ত শেষে রিপনের লাশ লাশ তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের কোনাগাঁওয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়।

দেলোয়ার হোসেন রিপন (ফাইল ছবি)

রাত ১২টা ২০ মিনিটে লাশ বাড়িতে পৌঁছানোর কোনাগাঁও জামে মসজিদ সংলগ্ন ঈদগাঁও মাঠে তার জানাজা হয় বলে কুলাউড়ার ওসি শামসুদোহা জানান।

তিনি বলেন, জানাজার পর প্রশাসনে উদ্যোগে ঈদগাঁ মাঠের পাশেই খোঁড়া কবরে রাত দেড়টার

দিকে রিপনকে দাফন করা হয়।

এদিকে কাশিমপুরে কারাগারে সব আনুষ্ঠানিকতা শেষে রাত ১২টার দিকে হান্নান ও বিপুলের লাশ নিয়ে দুটি অ্যাম্বুলেন্স তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ ও চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়।