চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধরের অভিযোগ

বাংলা নববর্ষের অনুষ্ঠানের জন্য চাঁদা দিতে রাজি না হওয়ায় নড়াইলে প্রধান শিক্ষককে মারধরের পাওয়া গেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 02:32 PM
Updated : 12 April 2017, 02:32 PM

বুধবার লোহাগড়া উপজেলার বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ ঘটনা ঘটে বলে স্কুলটির প্রধান শিক্ষক এ বি এম কামরুজ্জামান (৫২) ।

অভিযুক্ত আব্দুর রাজ্জাক মোল্যা উপজেলার কোটাকোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য।

কামরুজ্জামান বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পহেলা বৈশাখের অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীরা বিদ্যালয় সাজাচ্ছিল। তাদের টাকা দিতে হবে, এ কথা বলে আব্দুর রাজ্জাক মোল্লা আমার কাছে ১০ হাজার টাকা দাবি করেন।

“আমি বলেছি, এভাবে টাকা দেওয়া যাবে না। টাকা দিলে সংশ্লিষ্ট উপ-কমিটির মাধ্যমে দিব। এরপর তিনি আমাকে বেধড়ক মারধর করেন।”

বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

এ নিয়ে রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈশাখী আয়োজনে ছাত্রছাত্রীরা কক্ষ সাজাচ্ছিল, তাদের দেওয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে টাকা চেয়েছিলাম। তিনি উত্তেজিত হওয়ায় সামান্য হাতাহাতি ঘটনা ঘটেছে।”

লোহাগড়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, বুধবার বিকালে আব্দুর রাজ্জাক মোল্যার বিরুদ্ধে ওই শিক্ষক একটি থানায় মামলা করেছেন।  তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।