বরিশালে শিশু হত্যা মামলায় দম্পতির যাবজ্জীবন

বরিশালে গৌরনদী উপজেলায় এক শিশুকে অপহরণের পর হত্যা মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2017, 04:07 PM
Updated : 10 April 2017, 04:08 PM
সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গৌরনদীর উত্তর বিজয়পুর গ্রামের সাইদুর রহমান ও তার স্ত্রী তানজিরা রহমান তানিয়া। দুজনেই পলাতক রয়েছেন।

এছাড়া প্রত্যেককে এক লাখ পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী আজিবুর রহমান জানান, ২০০৮ সালের ১১ অগাস্ট বিজয়পুর গ্রামের হারুন হাওলাদারের ভাড়াটিয়া ব্যবসায়ী হায়দার আলীর চার বছর বয়সী মেয়ে হাফিজাকে অপহরণ করে একই বাড়ির ভাড়াটিয়া সাইদুর-তানিয়া দম্পতি। পরে তারা হাফিজার বাবা হায়দার আলীর কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

“কিন্তু হাফিজা তাদের চিনে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যার পর পাথর দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে লাশ হারুন হাওলাদারের বাড়ির পানির ট্যাংকির পাশে ফেলে রাখা হয়। পরে ১৩ অগাস্ট সেখান থেকে লাশটি উদ্ধার হয়।”

এ ঘটনায় ওই দিনই পাঁচজনকে আসামি করে মামলা করেন হায়দার আলী। একই বছরের ২২ অক্টোবর সাইদুর ও তানিয়াকে আসামি করে আদালতে অেভিযোগপত্র দেয় পুলিশ।