বাগদাদে বাংলাদেশিকে অপহরণের পর হত্যার অভিযোগ

ইরাকের বাগদাদে এক বাংলাদেশিকে মুক্তিপণের দাবিতে অপহরণের নির্যাতন করে হত্যার অভিযোগ করেছে পরিবার।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2017, 03:15 PM
Updated : 9 April 2017, 03:15 PM

নিহত ফজলুল হক বুলবুল (৪০) জামালপুর সদরের রশীদপুর শেখপাড়া গ্রামের আব্দুল খালেক আকন্দের ছেলে।

তার স্ত্রী জ্যোৎস্না বেগম বলেন, তার স্বামী ২০১৩ সালে স্থানীয় দালাল গিয়াস উদ্দীনের মাধ্যমে ইরাক যান। বাগদাদে একটি দোকানে তিনি কাজ করতেন।

“গত ২৩ মার্চ দোকান থেকে বের হলে ইরাকে অবস্থানকারী জামালপুরের রশীদপুর ভাটিপাড়া গ্রামের হাফিজুর রহমান হাবেল, সেজনু মিয়া, হাসেম আলী ও উজ্জল মিয়া তাকে অপহরণ করে। পরে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”

মুক্তিপণের টাকা না পেয়ে তাকে নির্যাতন করে এবং ভিডিও কলের মাধ্যমে সেই নির্যাতনের চিত্র পরিবারের লোকজনদের দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি।

পরে তারা ডাচবাংলা ব্যাংকের মাধ্যমে ৭৬ হাজার এবং ইরাকের অবস্থানকারী বুলবুলের বন্ধুদের কাছ থেকে আরও দুই লাখ টাকা তাদের দেন দাবি করেন জ্যোস্না।

তিনি বলেন, “নির্যাতনে বুলবুল মারা গেছে ভেবে রাস্তায় ফেলে রাখে অপহরণকারীরা। পরে ইরাকের লোকজন তাকে উদ্ধার করে গত ২৭ মার্চ বাগদাদ সাহারা ফিলিস্তিন এলাকার সরকারি কেন্দা হাসপাতালে ভর্তি করে।

“সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে তিনি মারা যান।”

বুলবুলের বড় ছেলে মো. ইনছান বলেন, অপহরণকারী তাদের সঙ্গে যোগযোগ করে নগদ টাকা এবং জমি লিখে দেওয়া দাবি জানায়।