হাতিয়ায় গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় ১০ দিন আগে খাদ্যবান্ধব কর্মসূচির চালের জন্য ডিলারদের গুদাম ঘেরাওয়ে গুলিবিদ্ধ যুবলীগ নেতা আশরাফ উদ্দিনের মৃত্যু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2017, 02:12 PM
Updated : 9 April 2017, 03:23 PM

রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।

আশরাফ উদ্দিন (৪৫) যুবলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য ও হাতিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক ছিলেন।

গত ৩০ মার্চ হাতিয়ার আফাজিয়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চালের জন্য স্থানীয়রা ডিলার আবুল কালামের গুদাম ঘেরাও করে। এর জেরে সন্ধ্যায় হাতিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ‘রবীন্দ্র কুমার দাস নেতৃত্বে একদল সন্ত্রাসী’ এলোপাতাড়ি গুলি ছুড়লে আহত আশরাফ উদ্দিন ও এক দোকানদার।

হাতিয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে পরদিনে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।  

আশরাফের ছোট ভাই হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ছাইফ উদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “ঘটনার পরদিন আমার ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের পর আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রোববার সন্ধ্যা ৬টায় সেখানে তার মৃত্যু হয়।”

রাতেই তার লাশ হাতিয়ায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

আশরাফের মৃতুর খবরে হাতিয়ার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। কয়েকটি স্থানে যানবাহন ও দোকানপাট ভাংচুরের খবর পাওয়া গেছে।

জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বলেন, সহিংসতা এড়াতে হাতিয়ার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।