ভবন থেকে পড়ে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে পড়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2017, 12:45 PM
Updated : 9 April 2017, 01:08 PM

রোববার সকালে কলা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে ওই ছাত্রীর মৃত্যু হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক এসএম হাফিজুর রহমান।

নিহত উকরা সিং মারমা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি থানায়। 

হাফিজুর রহমান বলেন, ক্লাস করার জন্য সকাল সাড়ে ৮টায় কলা ভবনে আসে। পরে চতুর্থ তলা থেকেই উকরা নিচে রাস্তার উপর পড়ে যায়।

“পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে মৃত্যু হয়।”

ঘটনার সময় আশপাশে কেউ ছিল না জানিয়ে তিনি বলেন, কী কারণে পড়ে গেছে তা কেউ জানাতে পারেনি কিংবা কেউ দেখেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহিদুল কবীর বলেন, “কী কারণে এ ঘটনা ঘটেছে এ ব্যাপারে এখুনি আমরা কিছু বলতে পারছি না।”

ঘটনার পর প্রক্টরকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) মো. হুমায়ুন কবীর।