অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুরের নগরকান্দায় প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও কৃষি ব্যাংক কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধে সাতটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2017, 12:22 PM
Updated : 9 April 2017, 12:22 PM

নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম জানান, রোববার দুর্নীতি দমন কমিশন ফরিদপুরের উপ পরিচালক ফজলুল হক মামলাগুলো দায়ের করেন।

আসামিরা হলেন- উপজেলার পুরাপাড়ার ব্যবসায়ী ফারুকুজ্জামান মোল্যা,  আলমগীর হোসেন,  কামাল হোসেন, খোকন মিয়া, মিরাজ কাজী,  মোশারেফ হোসেন মোল্যা,  মিজানুর রহমান খান ও কৃষি ব্যাংক পুরাপাড়া বাজার শাখার সাবেক ব্যবস্থাপক (বর্তমানে বরখাস্তকৃত) সাইফুল ইসলাম এবং জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুর রহমান মিয়া।

মামলার বিবরণে জানা গেছে, পুরাপাড়া বাজারের সাত ব্যবসায়ী ও কৃষি ব্যাংকের দুই কর্মকর্তা যোগসাজশে ও ক্ষমতার অপব্যবহার করে গত ১৪-১৫ অর্থ বছরের বিভিন্ন সময়ে ব্যাংকের মোট এক কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৫৪৯ টাকা আত্মসাত করেন।

ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে ওই নয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দুদকের উপ পরিচালক ফজলুল হক জানান।