সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

সিরাজগঞ্জের সলঙ্গায় পুলিশ পরিচয়ে তিন ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2017, 11:38 AM
Updated : 8 April 2017, 11:38 AM

শনিবার সকাল ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ভেংড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান।

এ ব্যবসায়ীদের পক্ষ থেকে এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা করা হয়েছে। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আলিম নামে এক ট্রাক চালককে আটক করেছে বলে জানান তিনি।

ওসি বলেন, পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের বিষয়ে ব্যবসায়ীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ট্রাক চালক আলিমকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

সলঙ্গা থানার নাইমুরি গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, জুয়েল হাসান জানান, ডেকোরেটর দোকানে ভাড়ায় খাটানোর জন্য সাউন্ট সিস্টেম কিনতে তারা প্রায় সাড়ে সাত লাখ টাকা নিয়ে একটি মিনি ট্রাকে বগুড়া যাচ্ছিলেন।

মহাসড়কের ভেংড়ি কবরস্থানের কাছে তাদের ট্রাকটি পৌঁছলে একটি মোটরসাইকেলে দুইজন আরোহী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। এরপর তারা ট্রাকে তল্লাশির নামে টাকার ব্যাগ নিয়ে নেমে যায় বলে অভিযোগ ব্যবসায়ীদের।

এ সময় স্থানীয়রা ট্রাক চালক আলিমকে আটক করে পুলিশে দিয়েছে বলে জানান তারা।