পুলিশ থেকে ‘পালানো’ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

যশোর পুলিশের হেফাজত থেকে ‘পালিয়ে যাওয়া’ এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2017, 11:37 AM
Updated : 8 April 2017, 11:37 AM

শনিবার ভোরে যশোর সদরের খোলাডাঙ্গায় তার লাশ পাওয়া যায় বলে যশোর কোতোয়ালি থানার ওসি এ কে এম আজমল হুদা জানিয়েছেন।

নিহত রাজিব খোলাডাঙ্গা এলাকার মোহর আলীর ছেলে।

তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ১০টি মামলা রয়েছে। গত ৫ এপ্রিল পুলিশের কাছ থেকে কৌশলে হাতকড়া খুলে তিনি পালিয়ে যান বলে জানিয়েছেন ওসি।

তিনি বলেন, ভোর পৌনে ৪টার দিকে পুলিশের কাছে কাছে খবর আসে খোলাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হচ্ছে। খবর পেয় পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

“পরে খোলাডাঙ্গা এলাকার সোহরাবের চাতালের পাশে গুলিবিদ্ধ এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে জানান।

“ওই যুবকের মাথার ডানপাশে গুলিবিদ্ধ ছিল। গত ৫ এপ্রিল রাতে আটকের পর পুলিশ হেফাজত থেকে সে পালিয়ে যায়।”

ঘটনাস্থল থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলি, পাঁচটি বোমা, দুটি রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল কান্তি দাস বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তবে হাসেপাতালে ছেলের লাশ শনাক্ত করতে এসে রাজিবের মা আকলিমা খাতুন বলেন, গত ৩ এপ্রিল বিকালে পুলিশ পরিচয়ে রাজিবকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।