রংপুরে দোকান কর্মচারী খুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় চা দোকানের কর্মচারী এক কিশোর খুন হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2017, 08:09 AM
Updated : 8 April 2017, 08:09 AM

শনিবার বেলা সাড়ে ১১টায় দামোদরপুর ইউনিয়নের শেখেরহাটের সোলেমান মিয়ার চায়ের দোকানে আকরাম আলীর (১৪) লাশ পাওয়া যায় বলে বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আকরামের গলায় দড়ি পেঁচানো ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আকরামে বড়ভাই আনোয়ার আলী বলেন, তারা দুই ভাই দৈনিক দুইবেলা খাওয়া-দাওয়া এবং ২০০ টাকা মজুরি দেওয়ার শর্তে সোলায়মানের চায়ের দোকানে তিনমাস ধরে কাজ করছিলেন। রাতে দোকানের ভেতরই ঘুমান দুই ভাই।

“দোকানের মালিক ঠিকমতো মজুরি দেন না। টাকা চাইলে বকাবকি করেন। আমি দুই হাজার এবং আকরাম দেড় হাজার টাকা পায়। টাকা না দেওয়ায় আকরামকে রেখে আমি বৃহস্পতিবার বাড়ি চলে যাই।

“শনিবার সকালে আকরামের মৃত্যুর খবর পেয়ে চলে আসি। টাকা চাওয়ায় মালিক সোলেমান আমার ভাইকে হত্যা করেছে।”

বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান জানান, এ ঘটনার পর থেকে দোকানের মালিক সোলায়মান পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নিহতের বাবা আশরাফ আলী বাদী হয়ে দোকানের মালিক সোলায়মানকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন বলে জানান ওমি আখতারুজ্জামান।