ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও ২২ জন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2017, 03:35 AM
Updated : 8 April 2017, 07:11 AM

শুক্রবার রাত পৌনে ১টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ফুলপুর থানার ওসি আলী আহম্মেদ মোল্লা বলেন, শুক্রবার রাত পৌনে ১টার দিকে উপজেলার বাইটকান্দি এলাকায় এক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়।

তারা হলেন - ময়মনসিংহ শহরের দিঘারকান্দা এলাকার হৃদয় (২০), শহীদ (৪২) ও কেওয়াটখালী এলাকার ইদ্রিস (৪২)।

ওসি আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুরগি বোঝাই একটি পিকআপ ময়মনসিংহ যাচ্ছিল। ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের বাইটকান্দি এলাকায় পিকআপটির সঙ্গে শেরপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের দুই যাত্রী  মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

এছাড়া পিকআপচালক বোরহান (২৩) ও মুরগি বিক্রেতা আল-আমিন (২৩) আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি আলী।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এক দুর্ঘটনায় আরও দুইজন মারা যান বলে জানান ভালুকা থানার ওসি মামুন-অর-রশিদ।

তারা হলেন - মেহেরাবাড়ীর ক্রাউন নামের একটি পোশাক কারখানার শ্রমিক রিপন (৪০) ও কামরুল ইসলাম (৩০)।

ওসি রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেনন, ভালুকা উপজেলা শহর থেকে পোশাক শ্রমিকদের নিয়ে একটি বাস মেহেরাবাড়ী যাচ্ছিল। কাছাকাছি গিয়ে গর্তে পড়ে উল্টে যায়। এতে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া আরও ২০ শ্রমিক আহত হলে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

হতাহতরা সবাই ক্রাউন পোশাক কারখানার শ্রমিক বলেও তিনি জানান।