নীলফামারীতে বুদ্ধ মূর্তি উদ্ধার

নীলফামারী সদরে গৌতম বুদ্ধের কষ্টি পাথরের একটি মুর্তির সন্ধান পাওয়া গেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2017, 01:32 PM
Updated : 7 April 2017, 01:32 PM

শুক্রবার সদর থানার ওসি বাবুল আকতার এ কথা জানান।

তিনি বলেন, সকালে সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে একটি পুকুর খননের সময় মূর্তিটি দেখতে পায় শ্রমিকরা। তাদের দেওয়া খবরে পুলিশ কষ্টি পাথরের বুদ্ধ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

“উদ্ধার করা মূর্তিটির দৈর্ঘ্য সাত ইঞ্চি এবং প্রস্থ্ সাড়ে চার ইঞ্চি।” 

রাজশাহী প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা বলেন, “খবর পেয়ে থানায় গিয়ে মূর্তিটি দেখেছি।এটি হাজার বছর আগের গৌতম বুদ্ধের কষ্টি পাথরের মূর্তি।”