চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক উদ্ধার, পরে নিষ্ক্রিয়করণ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় একটি আম বাগান থেকে একদিন আগে উদ্ধার করা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2017, 09:49 AM
Updated : 7 April 2017, 09:50 AM

শুক্রবার সকালে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে র‌্যাব জানিয়েছে।

এছাড়া ওই এলাকায় আরেকটি আম বাগানে শুক্রবার আরও আটটি হাতবোমা ও আটটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

এ ঘটনায় তারেক রহমান (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। তারেক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগরের বারেক আলীর ছেলে।

র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, বৃহস্পতিবার সকালে গণকায় কুড়িয়ে পাওয়া হাতবোমার বিস্ফোরণে আলো খাতুন নামে এক শিশু আহত হয়। এরপর ওই এলাকায় অভিযান শুরু করে র‌্যাব।

“অভিযানের এক পর্যায়ে আটটি ককটেল ও বিস্ফোরক ভর্তি একটি ব্যাগের সন্ধান পান তারা। তারপর থেকেই ওই এলাকা ঘিরে রাখে র‌্যাব।”

মাহবুব জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে ব্যাগে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়। ওই সময় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা।

র‌্যাব কর্মকর্তা বলেন, এ বিস্ফোরকের সঙ্গে কোনো ‘দুস্কৃতিকারী সংগঠনের’ যোগসূত্র আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

“বিস্ফোরণের ধরন দেখে মনে হয়েছে তা অত্যন্ত শক্তিশালী এবং প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কেউ এটি বানিয়েছে।”