রাজশাহীতে ছাত্রলীগ-ছাত্রশিবির গোলাগুলি

রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে গোলাগুলি হয়েছে; এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2017, 07:36 AM
Updated : 7 April 2017, 07:36 AM

সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রশিবির আপত্তি করায় এই সংঘর্ষ হয় বলে জানান কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের আহ্বায়ক শফিকুল ইসলাম অপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কায়সার রহমান হোস্টেলে ইন্টার্ন চিকিৎসকদের র‌্যাগ ডে উপলক্ষে প্রস্তুতিসভা চলছিল। অনুষ্ঠানের সাংস্কৃতিক কর্মসূচিতে আপত্তি জানায় ছাত্রশিবির।

“তাদের দেওয়া চাঁদার টাকায় তারা গানবাজনা করতে দেবে না বলে ঘোষণা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।”

রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ বলেন, ধাওয়া পাল্টা-ধাওয়ার একপর্যায়ে তাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

“রাত ১টার পর ছাত্রশিবিরের নেতাকর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে একটি চাইনিজ কুড়াল, বেশ কিছু বাটুল, মারবেল ও শিবিরের নথিপত্র জব্দ করার পাশাপাশি পাঁচ শিবিরকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”