শার্শায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি পিস্তলসহ গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলা থেকে বাগেরহাটের একাধিক মামলার পলাতক এক আসামিকে পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2017, 04:05 AM
Updated : 7 April 2017, 04:05 AM

শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলার নাভারন রেলস্টেশন থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিটন শেখ বাগেরহাট জেলার মোল্লারহাটের নগরকান্দা গ্রামের আয়ুর আলীর ছেলে।

ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিটন বাগেরহাট থেকে এসে নাভারন রেলস্টেশন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।

“তার কাছে গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি ৯এমএম পিস্তল পাওয়া গেছে।”

লিটন একজন শীর্ষস্থানীয় আগ্নেয়াস্ত্র বিক্রেতা দাবি করে ওসি বলেন, “একটি ডাকাতি মামলায় তার ১৭ বছর ৫ মাসের সাজা হয়েছে। এছাড়া একটি হত্যা, দুটি ধর্ষণ ও একটি বাড়ি পোড়ানো মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।”

শার্শা থানায় তার বিরুদ্ধে আরেকটি অস্ত্র মামলা হয়েছে বলে জানান ওসি মনিরুজ্জামান।