আদালতে সাক্ষ্য দিতে না আসায় পুলিশ দণ্ডিত

হত্যা মামলায় সাক্ষ্য দিতে না আসায় পুলিশের এক এসআইকে ২৫০ টাকা জরিমানা করেছে পিরোজপুরের একটি আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2017, 05:15 PM
Updated : 6 April 2017, 05:15 PM

বৃহস্পতিবার পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন।

দণ্ডিত এসআই মনিরুল কবির বর্তমানে বাগেরহাট জেলার চিতলমারী থানায় কর্মরত আছেন।

পিরোজপুর আদালতের এপিপি জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৭ সালের ৬ ফেব্রুয়ারি পিরোজপুর পৌর এলাকার ছোট খলিশাখালী গ্রামের জাহিদুল মৃধা খুন হন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান পিরোজপুর থানার তৎকালীন এসআই মনিরুল কবির।

মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার শুরু হলে গত বছরের ২৩ অগাস্ট মনিরুল কবিরকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করা হয়; কিন্তু এসআই মনিরুল আদালতে হাজির হননি। এরপর তাকে আদালতে হাজির হওয়ার জন্য সাত বার সমন জারির আদেশ দেওয়া হয়।

“গত ১৪ ফেব্রুয়ারি আদালত মনিরুলের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।”

এরপরও তিনি আদালতে হাজির না হওয়ায় ফৌজদারী কার্যবিধি অনুযায়ী মনিরুল কবিরকে ২৫০ টাকা জরিমানা করা হয়। দিতে অপারগ হলে তাকে এক মাস কারাভোগ করতে হবে বলে জানান এপিপি জহিরুল।