ঠাকুরগাঁওয়ে ক্লিনিক সিলগালা, মালিককে জরিমানা

লাইসেন্স না থাকায় ঠাকুরগাঁও শহরে একটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2017, 03:42 PM
Updated : 6 April 2017, 03:42 PM

বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে শহরের ‘প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স’ সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিক এসবি সাত্তার।

সেইসঙ্গে প্রতিষ্ঠানটির মালিক সাবির হোসেন রাজুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবির হোসেন রাজু অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক প্রতিষ্ঠা করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এছাড়াও ক্লিনিকে কোনো সুনির্দিষ্ট চিকিৎসক এবং রোগীদের জন্য পর্যাপ্ত জায়গায় নেই।

“তাছাড়া ক্লিনিকের কোনো লাইসেন্স না থাকায় বেসরকারি প্র্যাকটিস ও ক্লিনিক অধ্যাদেশ অনুযায়ী তা সিলগালা ও মালিককে জরিমানা করা হয়েছে।”

সেইসঙ্গে লাইসেন্স জালিয়াতি সংক্রান্ত প্রতারণার অভিযোগে ক্লিনিকের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জন্য ঠাকুরগাঁও সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।