বাঘায় নারী ইউপি সদস্যকে ধর্ষণের অভিযোগে চেয়ারম্যান গ্রেপ্তার

রাজশাহীর বাঘা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের নারী সদস্যকে ধর্ষণের অভিযোগে চেয়ারম্যান ও আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2017, 11:59 AM
Updated : 6 April 2017, 11:59 AM

বৃহস্পতিবার দুপুরে বাজুবাঘা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বাঘা থানার ওসি আলী মাহমুদ।

গ্রেপ্তাররা হলেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জান্নাত আলী ও ৪ নম্বর ওয়ার্ড সদস্য আলাল উদ্দিন।

ওসি আলী বলেন, “দুপুরে ইউনিয়ন পরিষদের লাইব্রেরি থেকে নারীর চিৎকার শুনে এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ঘেরাও করে রাখে। পরে পরিষদের লাইব্রেরি কক্ষ থেকে ওই নারী সদস্যসহ তাদের আটক করে পুলিশে খবর দেয়।

“পরে গিয়ে তাদের গ্রেপ্তার করে আসে।”

ওই নারী সদস্যের বরাত দিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে ওই নারী সদস্য বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ইউপি সদস্য আলাল উদ্দিন চেয়ারম্যানের সঙ্গে জরুরি কথা আছে বলে তাকে লাইব্রেরির কক্ষে নিয়ে যান।

“সেখানে যাওয়ার পর লাইব্রেরির দরজা-জানালা বন্ধ করে অশালীন প্রস্তাব দেন মেম্বার আলাউদ্দিন। তাতে রাজি না হওয়ায় তাকে ধর্ষণ করা হয় বলে ওই নারী সদস্য অভিযোগ করেছেন।”

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন বলে জানান ওসি।

মামলার পর তাকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।