ট্রেন লাইনচ্যুত, উত্তরের পথে রেল বন্ধ

টাঙ্গাইলে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় বৃহত্তর রাজশাহী ও খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2017, 02:35 AM
Updated : 6 April 2017, 05:28 AM

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার মো. নুরূল হুদা জানান, বুধবার রাত পৌনে ৩টায় এই রেলস্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় এ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তবে তিনি লাইনচ্যুত হওয়ার কারণ বলতে পারেননি।

বগি উদ্ধারের জন্য ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে সকাল সোয়া ৯টায় কাজ শুরু করেছে বলে জানান টাঙ্গাইল সদরের ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার মো. জামাল উদ্দিন।

উদ্ধরকাজ শেষে রেল যোগাযোগ শুরু হতে ঘণ্টা তিনেক লাগতে পারে জানিয়ে তিনি বলেন, রেললাইন বন্ধ থাকায় সিরাজগঞ্জ স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী সুন্দরবন, নীল সাগর, একতা ও ঢাকা থেকে উত্তরগামী ধূমকেতু এক্সপ্রেস।