চাঁদপুরে লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় ১৪৪ ধারা জারি

দুপক্ষের অনুষ্ঠান আয়োজনে উত্তেজনার মধ্যে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2017, 05:21 PM
Updated : 5 April 2017, 05:21 PM

বুধবার দুপুর থেকে আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলম জানান, ২০১২ সাল থেকে এই জিউর আখড়ার কোনো কমিটি নেই। বুধবার একই দিনে ৪৪তম হরিনাম যজ্ঞের আয়োজন করেন স্বঘোষিত একটি পক্ষের সভাপতি গৌরপদ সাহা ও অপরপক্ষের সভাপতি দিলীপ কুমার সাহা।

“সকাল থেকে উভয় পক্ষের লোকজন আখড়ায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

হাজীগঞ্জ থানার ওসি জাবেদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অর্ধশত পুলিশ মোতায়ন করা হয়েছে লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায়।

১৪৪ ধারা জারি করায় দেশের বিভিন্ন স্থান থেকে হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে আসা ভক্তগণ আখড়া থেকে ফিরে যাচ্ছেন।