সিসি ক্যামেরায় চুরির দৃশ্য, চোর লাপাত্তা

পঞ্চগড় শহরে একটি দোকানে চুরির ঘটনা সিসি ক্যামেরায় ধরার পড়ার একদিন পর আরও দুই প্রতিষ্ঠানে আবার চুরি হয়েছে। পুলিশ কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি।

সাইফুল আলম বাবু পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2017, 04:37 PM
Updated : 5 April 2017, 04:38 PM

শহরের জেলা পরিষদ মার্কেটের নাসিম টেলিকম ও পুলক এন্টারপ্রাইজে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এর আগে সোমবার রাতেও শহরের আরেকটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।

স্মরণিকা এন্টারপ্রাইজে চুরির সময়

স্মরণিকা এন্টারপ্রাইজে চুরির সময়

নাসিম টেলিকমের স্বত্ত্বাধিকারী রাহিমুল ইসলাম বলেন, “বুধবার সকালে এসে দেখি দোকানের তালা ভাঙ্গা ও শাটার বাঁকা হয়ে আছে। পরে শাটার খুলে ভেতরে গিয়ে দেখি ১২০টি মোবাইল ফোন সেট নেই। এসব সেটের মূল্য প্রায় আট লাখ ৪০ হাজার টাকা।”

এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

তেঁতুলিয়া রোডের পুলক এন্টারপ্রাইজের আব্দুস সামাদ পুলক জানান, একই রাতে তার প্রতিষ্ঠান থেকেও ৫০ হাজার টাকা চুরি হয়েছে। তার প্রতিষ্ঠানে থাকা সিসি ক্যামেরা থাকার বিষয়টি টের পেয়ে চোররা ক্যামেরাটি ভেঙ্গে ফেলেছে।

“কিন্তু তার আগেই চোরদের ছবি ক্যামেরায় উঠে গেছে। সেই ছবি পুলিশকে দেওয়া হয়েছে।”

স্মরণিকা এন্টারপ্রাইজে চুরির সময়

স্মরণিকা এন্টারপ্রাইজে চুরির সময়

একই রাতে সিনেমা হল রোডের আজাদ কম্পিউটার ও ইসলাম পেপার্সেও চোরের দল হানা দিয়েছে। তবে এ দুই প্রতিষ্ঠান থেকে কিছু নিতে পারেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোমবার রাতে শহরের ধাক্কামারায় স্মরণিকা এন্টারপ্রাইজে নগদ ১৩ লাখ টাকাসহ মোবাইল ফোন অপারেটর রবির দুই লাখ টাকার রিচার্জ কার্ড চুরির ঘটনা ঘটে। এ প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজে চুরির নানা ছবি ফুটে উঠেছে, যাতে দুই যুবকের চেহারা স্পষ্টভাবে ধরা পড়েছে। কিন্তু পুলিশ তাদের কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি।

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ওসি রবিউল হাসান সরকার বলেন, “চোরদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। আশা করি, দ্রুত এ বিষয়ে সফলতা আসবে।”